পাকিস্তানের ক্রিকেট তারকা সোয়েব মাালিক এবং ভারতের টেনিস সেনসেশান সানিয়া মির্জার দাম্পত্য জীবন নাকি ভালোই কাটছে। শ্বশুরবাড়িতেও সুখেই আছেন সানিয়া। এ কথা নিজের মুখেই স্বীকার করলেন তিনি।
গণমাধ্যমকে সানিয়া বললেন, 'আমরা ভালো আছি। শোয়েব ও আমার সংসার ভালোই যাচ্ছে। শ্বশুরবাড়িতে সুখেই দিন কাটছে।'
বেশ কয়েক মাস ধরে গণমাধ্যমে খবর হচ্ছিল, সানিয়া মির্জা ও শোয়েব মালিকের সংসারে ফাটল ধরেছে। ঠুনকো কাচের মতো যেকোনও সময় ভেঙে পড়তে পারে তাদের সংসার। সেই আশঙ্কা যে নেই, সানিয়া মির্জা গণমাধ্যমকে তা পরিস্কার করে দিলেন।
ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা এখন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিখ্যাত শহর শিলায়কোটয়। এখানেই শোয়েব মালিকের পৈত্রিক বাড়ি অর্থ্যাৎ সানিয়ার শ্বশুরবাড়ি। ছুটি কাটাতে শ্বশুরবাড়িতে এসেছেন সানিয়া।
কেমন আছেন শ্বশুরবাড়িতে- এ সম্পর্কে সাংবাদিকদের সানিয়া বলেন, 'বেশ মজায় কাটছে আমার দিনগুলো। শোয়েবের সঙ্গে বাজারে যাচ্ছি, রেস্তোরাঁয় খাচ্ছি। সবাই আমাদের দেখছেন। প্রথমে চিনতে না পারলেও পরে শোয়েবকে দেখে অটোগ্রাফের খাতা এগিয়ে দিচ্ছেন। মোবাইলে ছবি তুলছেন। বেশ ভালো লাগছে।'
এদিকে, শোয়েবের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে সানিয়া মির্জা বলেন, 'এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। পেশাদার টুর্নামেন্টে অংশ নেওয়ার কারণে আমরা পরস্পরকে যথেষ্ট সময় দিতে না পারলেও আমাদের মধ্যে ভালোবাসার কোনো ঘাটতি নেই।'
টেনিসের এই গ্ল্যামার গার্ল আরও বলেন, 'আমরা দু'জন পেশাদার খেলোয়াড়। খেলাটাকেই সবচেয়ে গুরুত্ব দিই। তাই দু`জনের মধ্যে দেখা-সাক্ষাৎ কম হয়। কি আর করা! এভাবেই চলতে হবে। জানি, আমাদের জীবন সহজ নয়। দু'জনের দেশ আলাদা। এ নিয়ে আমাদের মধ্যে চাপও রয়েছে। তা সত্ত্বেও আমরা বিষয়টা সামলে নিয়েছি।'