ভারত আসছে জুনে
আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসছে ভারত। এ সফরে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ধোনির দল। তবে কোনো টি-২০ কিংবা টেস্ট ম্যাচ নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামুদ্দীন চৌধুরী বলেন, 'ভারত আসবে জুনে। সবই চূড়ান্ত। এখন শুধু সূচি নিয়ে ভাবা হচ্ছে।' চলতি বছর ভারত সফরেও যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নিজামুদ্দীন জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান সুনীল গাভাস্কারের কথা বলবেন। ওই সফরে তিন ওয়ানডে এবং একটি টেস্ট ম্যাচ খেলার কথা।
বাংলাদেশ এর আগে কখনোই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। তা ছাড়া বাংলাদেশ দল ভারত সফরে গিয়েছেই তো মাত্র দুবার। সব শেষে ২০০৬ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সঙ্গে একটি করে ম্যাচ খেলেছিল। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারলেও শাহরিয়ার নাফিসের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ জিম্বাবুয়েকে হারিয়েছিল ১০১ রানের বিশাল ব্যবধানে।
নিম্নমানের সামগ্রী
খুলনা আবু নাসের স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজে নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ উঠেছে। স্টেডিয়ামের গ্যালারিতে চেয়ার ফিটিং ও সড়কগুলোতে সিলকোট মানসম্মত না হওয়ায় বাধার মুখে সংস্কার কাজ দুই দফা বন্ধও রাখা হয়। এদিকে এ স্টেডিয়ামের জন্য বরাদ্দ সাড়ে চার হাজার চেয়ার থেকে ২ হাজার ৬০০ চেয়ার চট্টগ্রাম স্টেডিয়ামে হলেও তা ফেরত আনা অনিশ্চিত হয়ে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএসএমটি খুলনা আবু নাসের স্টেডিয়ামে ৫ কোটি ৪০ লাখ টাকার সংস্কার কাজ করছে। কিন্তু প্রতিষ্ঠানটি নিম্নমানের নির্মাণসামগ্রী ও ফিটিংস ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
কাবাডি
দক্ষিণ কোরিয়ায় ইনচিয়ন শহরে সতেরতম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। এ গেমসে বাংলাদেশ পুরুষ ও মহিলা কাবাডি দল অংশগ্রহণ করবে। এ উপলক্ষে জাতীয় দল গঠন করার উদ্যোগ নিয়েছে কাবাডি ফেডারেশন। খেলোয়াড় বাছাইয়ের জন্য ১৪-১৬ এপ্রিল কাবাডি স্টেডিয়ামে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কাবাডি ফেডারেশন।