টেস্ট র্যাংকিংয়ের দশম দলকে খেলতে হবে টেস্ট চ্যালেঞ্জ কাপ। সে হিসেবে বাংলাদেশকেই নিতে হবে এ চ্যালেঞ্জ। সেখানে হেরে গেলে ঘটবে অবনমন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত দুই দিনের আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে টেস্ট চ্যালেঞ্জ কাপ ২০১৮ সালের পর খেলবে বাংলাদেশ। ২০১৮ সালের ইন্টারকন্টিনেন্টাল কাপে যে দল চ্যাম্পিয়ন হবে তার সঙ্গে টেস্ট র্যাংকিংয়ের দশম দল টেস্ট চ্যালেঞ্জ কাপ খেলবে। বর্তমানে টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান দশে এবং জিম্বাবুয়ের অবস্থান নয়ে। তবে ২০১৮ সালের মধ্যে টেস্ট র্যাংকিয়ে উপরে উঠতে পারলে বাংলাদেশকে চ্যালেঞ্জ কাপ খেলতে হবে না। যে দল র্যাংকিংয়ের দশম স্থানে থাকবে তাকেই ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে টেস্ট চ্যালেঞ্জ কাপ খেলতে হবে।
এ ছাড়া ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরেও বাংলাদেশ ও জিম্বাবুয়ে সরাসরি খেলতে পারবে না। বাছাইপর্ব খেলে যোগ্যতা অর্জন করতে পারলে তবেই খেলতে পারবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।