প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল অ্যাতলেতিকো মাদ্রিদ। বুধবার ভিনসেন্ত ক্যালেড্রনে দুই লেগে ২-১ ব্যবধানে বিদায় করে দিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে।
১৯৭৪ সালের পর এবারই প্রথম শেষ চারের দেখা পেল অ্যাতলেতিকো। আর টানা সাতবার সেমিতে ওঠা হলো না কাতালানদের।
দিয়েগো সিমিওনের দল প্রথম লেগে ন্যু ক্যাম্পে ১-১ গোলে ড্র করেছিল। এদিন একেবারেই ব্যর্থতার পরিচয় দিল বার্সা। মাত্র ৫ মিনিটেই কোকের একক প্রচেষ্টায় একমাত্র গোলটি পায় অ্যাতলেতিকো।
দিয়েগো কোস্তাকে ছাড়াই স্বাগতিকরা এদিন আবারও প্রমাণ করল লিওনেল মেসি তাদের কাছে পাত্তাই পাবে না। টানা ছয় ম্যাচ অ্যাতলেতিকোর কাছে গোলখরায় কাটালেন আর্জেন্টাইন তারকা।