নিজ হাতে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যা করেছেন ওস্কার পিস্টোরিয়াস। গতকাল দক্ষিণ আফ্রিকান আদালতের কাঠগড়ায় এই কথা স্বীকার করলেন তিনি। তবে স্বেচ্ছায় নয়, ভুলে। এরপর তাকে বাঁচানোরও চেষ্টা করেছেন জানালেন এই অ্যাথলেট।
প্রথমবারের মতো প্রসিকিউটর জেরি নেলের জিজ্ঞাসাবাদের সময় পিস্টোরিয়াস স্বীকার করেন, গত বছর ১৪ ফেব্রুয়ারি রিভাকে নিজ বাসায় হত্যা করেছেন তিনি। কিন্তু এও জানালেন,'আমি একটি ভুল করেছিলাম।' প্যারাঅলিম্পিকের এই স্প্রিন্টার আত্মপক্ষ অবলম্বন করে জানিয়েছেন, অনপ্রবেশকারী ভেবেই টয়লেটের দরজা ভেদ করে গুলি করেছিলেন। অশ্রুচোখে পিস্টোরিয়াস আরও জানালেন, চার রাউন্ডের তিন রাউন্ড গুলির পর রিভাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তিনি।