স্বাধীনতা কাপ ফুটবলে ফাইনালে পৌঁছলো মোহামেডান-ফেনী সকার। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চত করে ফেনী সকার। আর আজ দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান।
আজ বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীকে ১-০ গোলে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে উভয় দল। প্রথমার্ধের ৩২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন জাঙ্গো ওসাইন।
উত্তাপ ছড়ানোর ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে উভয় দল। ১৮ মিনিটে মোহামেডান পরপর দুইটা কর্নার পেয়েও বল জালে জড়াতে পারেনি। আবাহনীর গোলকিপার শহিদুল আলম সোহেল শট প্রতিহত করে দেয়।
৩১ মিনিটে মোহামেডানের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি পোস্টে বামপাশ দিয়ে বল নিয়ে শট নিলে গোলবারের উপর দিয়ে বল বাইরে চলে যায়।
এর এক মিনিট পর মোহামেডানের একটি আক্রমণ ডানপাশ থেকে হেমন্ত বল বক্সের ভিতরে পাস দেয়। আবাহনীর ডিফেন্ডার সুজন বল ক্লিয়ার করতে গেলে মোহমেডানের জাঙ্গো ওসাইন বল জালে জড়িয়ে দেয়। এতে সাদা-কালোরা (১-০) লিড নেয়।
এরপর অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি আবাহনী। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থেকে ফাইনালে উঠে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আগামী ১২ এপ্রিল শনিবার বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।