ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক চারলট এডওয়ার্ডস উইজডেনের এ বছরের ৫ বর্ষসেরা ক্রিকেটারদের একজন হিসেবে তালিকায় স্থান পেয়েছেন। এডওয়ার্ডস হচ্ছেন দ্বিতীয় কোনো নারী ক্রিকেটার যিনি উইজডেনের সম্মানিত তালিকায় স্থান পেয়েছেন। এর আগে তার সাবেক সতীর্থ ক্লেরি টেইলর উইজডেনের তালিকায় ২০০৯ সালে স্থান পেয়েছিলেন।
উইজডেনের ২০১৪ সালের সেরা ৫ বর্ষসেরা ক্রিকেটারদের তালিকায় স্থান পাওয়া বাকিরা হচ্ছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট, অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস ও ওপেনার ক্রিস রজারস এবং ভারতীয় ব্যাটসম্যান শিখর দেওয়ান।
আজ উইজডেনের ১৫১তম সংস্করণ প্রকাশিত হয়।