অস্ট্রেলিয়ার সেরা সাঁতারু ইয়ান থর্প কাঁধের সংক্রমণের চিকিৎসার জন্য সিডনির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ফের কখনোই কোনো সাঁতার প্রতিযোগিতায় অংশ নাও নিতে পারেন- এ আশঙ্কার মধ্যেই থর্প হাসপাতালে ভর্তি হলেন।
৩১ বছর বয়সী থর্প তার বাহু ব্যবহারের ক্ষমতা হারাতে পারেন বলে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে। তবে থর্পের একজন মুখপাত্র তা প্রত্যাখান করেছেন।
ওই মুখপাত্র বিবিসি স্পোর্টসকে বলেন, ' জানুয়ারিতে থর্প পড়ে গিয়ে কয়েকটি অপারেশন নেওয়ার পর তিনি আলাদা দুটি সংক্রমণে আক্রান্ত হন। এন্টিবায়োটিক দিয়ে এ দুটি সংক্রমণের চিকিত্সা চলছে।'
থর্প আইসিইউতে নেই বলেও তিনি জানান।