শ্রীলঙ্কার জন্য টি-২০ বিশ্বকাপের শিরোপাটা দুঃস্বপ্নই! প্রথম দল হিসেবে তারা পাঁচ আসরে তৃতীয়বারের মতো ফাইনাল খেলছে। এর আগে ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের ফাইনালে তারা আট উইকেটে হেরে যায়। আর গত আসরে তো ঘরের মাঠে তাদের হতাশ করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও লঙ্কানরা হতাশ হয়েছেন ভারতের কাছে হেরে। ১৯৯৬ সালের পর থেকে ফাইনালের দুঃখ কিছুতেই ঘুচছে না লঙ্কানদের। তবে সবচেয়ে বড় হতাশা বোধহয় দুই সিনিয়র তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনের জন্য। আগেই ঘোষণা দিয়েছেন এই বিশ্বকাপের পর টি-২০ ক্রিকেটকে গুডবাই জানাবেন। প্রথমে কুমার সাঙ্গাকারা, তারপর বিদায়ের ঘোষণা দেন মাহেল জয়বর্ধন। কিন্তু বিদায় বেলায় দুই তারকার স্বপ্নপূরণ হবে তো! ভারতকে হারিয়ে শিরোপা জিততে পারবে তো শ্রীলঙ্কা।
আগের তিন বিশ্বকাপের ফাইনালেই দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন সাঙ্গাকারা ও জয়বর্ধনে। খুব কাছে থেকে দেখেছেন পরাজয়। কিন্তু এবার সময় এসেছে হতাশা দূর করে দেওয়ার। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিততে পারলে বিদায়টা বর্ণাঢ্য হয়ে যাবে তাদের। থাকবে না কোনো আক্ষেপও। তবে ইতোমধ্যেই ক্যারিবীয়দের সেমিফাইনালে হারিয়ে ফাইনাল নিশ্চিত একটা প্রতিশোধ নিয়েই ফেলেছেন। এবার ভারত বধের মিশন। কাল সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক ল্যাসিথ মালিঙ্গাও জানালেন, এবার শিরোপা জিতেই দুই কিংবদন্তিকে বিদায়ী অভ্যর্থনা জানাতে চান তিনি। তাই সতীর্থদের সামর্থ্যের শতভাগ উজাড় করে দিয়ে খেলার কথা বলেছেন মালিঙ্গা।