টি-২০ বিশ্বকাপের ফাইনাল ঘিরে হিসাব-নিকাশ চলছে। কে আজ চ্যাম্পিয়ন হবে এনিয়ে তর্কের শেষ নেই। অফিস, শিক্ষাঙ্গন, হোটেল সব জায়গাতেই একই আলাপ ভারত না শ্রীলঙ্কা। ক্রিকেটাররা বিভিন্ন পত্রিকায় কলাম লিখে সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। বাদ যাচ্ছেন না ফুটবল ও হকি তারকারা। আশা ছিল এবার টাইগারদের ঘিরে। তা হতাশায় পরিণত হওয়াতে এখন তারা অন্য দেশকে নিয়ে উত্তেজনায় কাঁপছেন। জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম জানালেন, ইচ্ছা আছে মিরপুর স্টেডিয়ামে বসেই ফাইনাল উপভোগ করব। দুটোই সমান শক্তিশালী দল তাই ফাইনাল ম্যাচটি মিস করতে চাই না। কে জিতবে আজ এ ব্যাপারে মামুনুল বলেন, এটা বলা অসম্ভব। ভারত অপরাজিত দল হিসেবেই ফাইনালে উঠেছে। অন্যদিকে গ্রুপ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেলেও শ্রীলঙ্কা ব্যাট-বলে নৈপুণ্য তার স্বাক্ষর রেখে ফাইনালে উঠেছে। তাই কে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। দুদলেরই ফিফটি ফিফটি সুযোগ রয়েছে। অন্যদিকে জাতীয় হকি দলের অধিনায়ক মাহবুবুর রহমান চয়ন বলেন, শ্রীলঙ্কা অবশ্যই শক্তিশালী। তারপরও মনে হচ্ছে ধোনির ভারত হারানো ট্রফি ফিরে পাবে। শ্রীলঙ্কাও জিতলে আমি খুশি হবো। কারণ শিরোপাতো এবার এশিয়াতেই থাকবে।