টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পর সতীর্থদের সমালোচনা করায় পিসিবির রোষের মুখে পড়লেন শহিদ আফ্রিদি।
প্রথম ম্যাচে ভারতের কাছে হার দিয়ে বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমিফাইনালে উঠতে পারেনি তারা।
‘ডু অর ডাই’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬৬ রান তাড়া করতে গিয়ে মাত্র ৮২ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান। কোনও ব্যাটসম্যান ২০ গণ্ডি টপকাতে পারেননি। তাই খেলোয়ারদের মানুষিকতা নিয়ে প্রশ্ন তুলে আফ্রিদি বলেন, 'নেতৃত্বের থেকেও খেলোয়াড়দের নেতিবাচক মানসিকতা দলের ভরাডুবির জন্য দায়ী।’
পাকিস্তানের সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর আফ্রিদির সমালোচনা করেন পিসিবি চেয়ারম্যান নাজিম শেঠ। এর ফলে সীমিত ওভারের ক্রিকেটে আফ্রিদির নেতৃত্ব ফিরে পাওয়ার সম্ভবনা কমে গেল বল মনে করছেন প্রাক্তনরা। ২০১৫ বিশ্বকাপে আফ্রিদিকে অধিনয়াক দেখতে চেয়ে আগেই মন্তব্য করেছেন প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ ইউসুফ। ২০১১ বিশ্বকাপে আফ্রিদির নেতৃত্বে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। মোহালিতে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিলেন আফ্রিদিরা।