ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য এশিয়ান অ্যাওয়ার্ড ২০১৪ পেয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার রাতে লন্ডনের গ্রোসভেনর হাউস হোটেলে ধোনির নাম ঘোষনা করা হয়। এই অ্যাওয়ার্ড তিনি এশিয়া ছাড়াও পুরো বিশ্বের ধোনি ভক্তদের উৎস্বর্গ করেছেন।
বাংলাদেশে চলমান টোয়েন্টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। দলটি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আবারও শিরোপার স্বপ্ন দেখছে। সীমিত ওভারের ক্রিকেটে ধোনি সেরা ম্যাচ উইনার। তার অধিনায়কত্বে ভারত ২০০৭ (টোয়েন্টি২০ বিশ্বকাপ) ও ২০১১ সালে বিশ্বকাপ (ওয়ানডে) জয় করে। ২০১৩ সালে ভারতীয়রা চ্যাম্পিয়ন্স ট্রফিও ঘরে তুলেছে। ধোনিই প্রথম অধিনায়ক যিনি আইসিসির তিনটি শিরোপা জয় করেছেন।
আয়ের দিক থেকেও শীর্ষে রয়েছেন ধোনি। ফোর্বেসের তালিকায় ১৬তম স্থানে রয়েছেন তিনি।