ইন্ডিয়া ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালেই থেমে গেল সাইনা নেহওয়ালের দৌড়। শুক্রবার শেষ আটের লড়াইয়ে বিশ্বের দু’ নম্বর ইয়ান ওয়াং -এর কাছে স্ট্রেট গেমে (১৬-২১, ১৪-২১) হারেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় এই ব্যাটমিন্টন তারকা।
চিনের এই খেলোয়াড়ের বিরুদ্ধে এটা সাইনার আট নম্বর হার। এদিন মাত্র ৩৯ মিনিটেই শেষ হয়ে যায় হায়দরাবাদির লড়াই। শুরুতেই ওয়াংকে চাপে রাখলেও নিজে পয়েন্ট কুড়াতে ব্যর্থ হন বিশ্বের আট নম্বর সাইনা। প্রথম গেমের শুরুতে সাইনা লিড নিলেও পরে ১১-৯ এগিয়ে যান ওয়াং। তার পর একগাদা ভুল শট মেরে প্রতিপক্ষের হাতে গেম তুলে দেন ভারতীয় খেলোয়াড়। দ্বিতীয় গেমের শুরু থেকেই সাইনাকে দাঁড়াতে দেননি চিনের খেলোয়াড়। ১১-৪ এগিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেননি সাইনা।
ম্যাচের পর সাইনা বলেন, 'ফিটনেস ও নেট প্লে-তে আমাকে অনেক উন্নতি করতে হবে। বেশ কয়েকটি ভুলই আমাকে ম্যাচ থেকে ছিটকে দেয়। কমনওয়েলথ ও এশিয়ান গেমসের আগে এই ভুলগুলো নিয়ে আমাকে খাটতে হবে।’