ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েইন রুনি ইনজুরিতে পড়েছেন। এ কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ইনজুরির কারণে তিনি প্রিমিয়ার লিগে নিউক্যাসেলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না।
এ বিষয়ে ম্যানইউ বস ডেভিড ময়েস বলেন, ‘তিনি পায়ে মারাত্মক ব্যাথা পেয়েছেন। এটা আসলে বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচেও সমস্যা করতে পারে। তার চিকিৎসা চলছে। দেখা যাক কবে নাগাদ তাকে মাঠে নামানো যায়।’
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের আগে রুনির ইনজুরিতে পড়া নতুন নয়। ২০১০ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের সময় তিনি বায়ার্নের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন।