ভারতীয় ইনিংসে উনিশতম ওভারের শেষ বল। স্ট্রাইকিং প্রান্তে অধিনায়ক ধোনি। হেনড্রিকসের স্লোয়ার শর্ট বলটা ইচ্ছা করলেই ধোনি সীমানাছাড়া করতে পারতেন। জয়ের উৎসবটা এক বল আগেই করতে পারত ভারত। কিন্তু অধিনায়ক ধোনি বলটাকে ডিফেন্স করলেন। সাইডলাইনে বসে থাকা রায়নারা অধিনায়কের কাণ্ড দেখে হেসে উঠলেন। বিরাট কোহলিও বিস্মিত। কী হলো! বিস্ময়মাখা দৃষ্টিতে অধিনায়কের দিকে চাইতেই কাছে এসে ধোনি বললেন, এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। ধোনি অদ্ভুত এক উপহারই দিলেন কোহলিকে। ‘উইনিং’ রান করার গৌরবে সিক্ত করলেন ম্যাচ সেরা তারকাকে।
লক্ষ্যটা ছোট ছিল না। ১৭৩ রানের বৈতরণীটা পাড়ি দেওয়ার জন্য বিরাট কোহলি ওরকম দুর্দান্ত একটা ইনিংস না খেললে ভারত কতটা বিপদে পড়তে পারত, তা অধিনায়ক ধোনির চেয়ে বেশি আর কে জানে! উইনিং রান উপহার দেওয়ার রহস্যটা খুলে বললেন কোহলি। ‘আমি অধিনায়ককে বলেছিলাম, আপনিই উইনিং রানটা করুন। তিনি আমাকে বললেন, এ ম্যাচে তোমাকে দেওয়ার মতো এ ছাড়া আমার আর কিছু নেই।’ এ ছোট্ট (আক্ষরিক অর্থে অনেক বড়) উপহারটা কোহলিকে কীভাবে গর্বিত করেছে, তার রহস্যটা কেবল ধোনির মতো অধিনায়করাই অনুমান করতে পারেন। ‘আমি সত্যিই দারুণ গর্বিত উইনিং রানটা করে।’ এ তো জ্বলন্ত আগ্নেয়গিরির ভেতর থেকে বেরিয়ে আসার আÍবিশ্বাসের উত্তাপই! ফাইনালে লঙ্কানদের বিপক্ষে কোহলির এমন আÍবিশ্বাস ধোনির শিরোপা জয়ের জামিন হয়ে উঠতে পারে।
কাগজে-কলমে টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির সর্বোচ্চ রান ৭৮*। গতকাল করেছেন ৭২। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বিরাট কোহলি কালকের ইনিংসটাকেই শীর্ষে রাখলেন। ‘আমি এর চেয়ে বেশি রানও করেছি। তবে আজকের (কালকের) ইনিংসটার মতো এতটা ভালো খেলিনি কোনো দিনই।’ কোহলি ঠিকই বলেছেন। যার ব্যাটিংয়ে ছক্কা-চারের ফুলঝুরি ছুটবে বলেই ধরে নেন ভক্তরা, তিনি কি না প্রথম ১৬ বলে ১৭ রান করলেন বাউন্ডারি ছাড়াই! এই ঢিমেতালে চলা ইনিংসটাই শেষটায় দাঁড়াল, ৪৪ বলে ৭২ রান! দুই ছক্কা ও পাঁচ চার। ধোনির উপহারটা কোহলির ইনিংসটার মাহাত্ম্য বাড়িয়েছে বহুগুণে।
শিরোনাম
- সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক
- ব্যক্তির সঙ্গে সমষ্টির অসম বিভাজন
- ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
- কক্সবাজার মেরিনড্রাইভে ২৮ মোটরসাইকেল জব্দ
- মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ
- রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
- বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার
- পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
- রৌমারীতে বড়াইবাড়ি দিবসকে জাতীয় স্বীকৃতির দাবি
- ঝটিকা মিছিল করে আবার ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে : এ্যানি
- বরিশালে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
- যশোরের অগ্নিকাণ্ডে ৫০ হাজার মুরগিসহ মেশিনারীজ ভস্মীভূত
- সংস্কারের পরে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
- পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান
- ফয়জুল করীমকে মেয়র ঘোষনার দাবিতে বরিশালে মানববন্ধন
- চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি
- ‘বিপ্লব ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিত’
- আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ রিমান্ডে
- চট্টগ্রামে বৃষ্টিতে নাগরিক জীবনে স্বস্তি
কোহলিকে ধোনির উপহার
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর