ফেনীর ইতিহাস
পেশাদার ফুটবল লিগের মাধ্যমে ফেনী সকার ক্লাব দেশের ক্রীড়াঙ্গনে পরিচিতি লাভ করে। মাঝেমধ্যে বড় দলকে হারানো ছাড়া ফেনীর কোনো বড় কৃতিত্ব নেই। তবে সামনে তাদের নতুন ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। ফুটবলে বড় কোনো টুর্নামেন্টে শিরোপা দূরের কথা ফাইনাল খেলারই সুযোগ হয়নি। এবার সেই সুযোগ এসেছে মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবলে। গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে তারা কোয়ার্টার ফাইনালে পরাজিত করে। সেমিতে তারা লড়বে গোপীবাগ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। এ ম্যাচ জিতলেই তারা নতুন ইতিহাস গড়ে ফেলবে। কেননা এই প্রথম তারা শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে পারবে।
অহঙ্কার
ফেডারেশন ভিন্ন হলেও কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক চমৎকার। ব্যতিক্রম শুধু ক্রিকেট বোর্ড। ১৯৯৭ সালের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে বোর্ডের কর্মকর্তারা সাধারণ অন্য ফেডারেশনের লোকদের এড়িয়ে চলেন। বলা যায় পাত্তাই দিতে চান না। একটা অহঙ্কার কাজ করে বোর্ড কর্মকর্তাদের মধ্যে। এবার যারা পরিচালক হয়েছেন তাদের অনেকের আবার মাটিতে পা পড়তে চায় না। গতকাল স্বাধীনতা কাপ ম্যাচ চলাকালে ফুটবলসংশ্লিষ্ট এক কর্মকর্তা বললেন, বেশি অহঙ্কার করলে কী হয় তার প্রমাণ মিলেছে হংকংয়ের কাছে হেরে।
ড্যাম কেয়ার
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ যত খারাপ খেলুক না কেন, কোনো কোনো কর্মকর্তার দাপট রয়েছে তুঙ্গে। প্রয়োজনে মিডিয়া কর্মীরা আলাপ করতে চাইলে কেউ কেউ এমন ভাব দেখান যেন কথা বলে মিডিয়া কর্মীরা অন্যায় করে ফেলেছেন। শুধু কি কর্মকর্তা, তাদের কর্মচারীদের ভেতর ড্যাম কেয়ার ভাব লক্ষ্য করা যাচ্ছে। এবার নাকি এক পরিচালকের ড্রাইভারই প্রভাব খাটিয়ে অজস সৌজন্য টিকিট জোগাড় করেন। এ টিকিটগুলোই নাকি তিনি আবার কালোবাজারে চড়া দামে বিক্রি করেন।
প্রয়োজন পড়লে
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি ঘটেছে। স্বাভাবিকভাবে দেশবাসী এখন ক্রিকেটারের ওপর ক্ষুব্ধ। ক্রিকেটারও এমন পারফরম্যান্সে এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন যে অনেকে সেমিফাইনাল ম্যাচ দেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন। কারো কারো মতে এই অবস্থায় নিরাপত্তার বিষয়টি চিন্তা করতে হবে। কেননা ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ভক্তরা ক্রিকেটারদের কাছে পেলে অঘটনও ঘটাতে পারে। তাই তাদের নিরাপত্তা দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। বিসিবি অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্যই করছে না। বোর্ডের এক পরিচালক জানিয়েছেন প্রয়োজন পড়লে নিরাপত্তার বিষয়টি চিন্তা করব। এখনতো সব কিছুই স্বাভাবিক দেখছি।