সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মোহামেডান ও আবাহনী। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আবাহনী ২-১ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে পরাজিত করে। গত আসরে শেখ রাসেল-শেখ জামাল ফাইনাল লড়লেও এবার তাদের মিশন শেষ আটেই শেষ হয়ে গেল। অর্থাৎ চ্যাম্পিয়ন ও রানার্স-আপের একই পরিণতি ঘটল। ম্যাচ যে আবাহনী জিতবে তা ছিল অনেকটা ধারণার বাইরে। প্রথমার্ধের ৩৪ মিনিটে ওয়েডসনের গোলে শেখ জামাল এগিয়ে যায়। আবাহনীর গোল শোধের প্রচেষ্টা চোখেই পড়ছিল না। অন্যদিকে শেখ জামাল আক্রমণ চালালেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি।
দ্বিতীয়ার্ধে আবাহনী উজ্জীবিত হয়ে মাঠে নামে। সমতা ফেরাতে শুরু থেকেই তারা প্রতিপক্ষের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তারকাভরা দল হলেও আক্রমণ সামাল দিতে হিমশিম খেয়ে যায় জামাল। ৫৯ মিনিটে নিষিদ্ধ এলাকায় জামালের নাসির হ্যান্ডবল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। জালে বল পাঠিয়ে সমতা ফেরান সুয়ারেজ। গোল পেয়েই আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে আকাশি হলুদরা। ৬৭ মিনিটে একক প্রচেষ্টায় চমৎকারভাবে জালে বল পাঠান সুয়ারেজই। তার ২ গোলে আবাহনী শেষ চারে জায়গা করে নেয়। অনেক দিন পর দুই প্রধান দল কোনো টুর্নামেন্টে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে।