আগামী ১৪ মাস নতুন কোনো খেলোয়াড় কিনতে পারবে না বার্সেলোনা। কম বয়সী ফুটবলারদের সঙ্গে চুক্তির কারণে কাতালান ক্লাবটিকে জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। এতে ক্ষুব্ধ হয়েছেন বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া। তিনি বলেন, 'আমাদের ওপর অন্যায়ভাবে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করব।'
২০০৯ সাল থেকে ২০১৩ সালের মধ্যে ১৮ বছরের কম বয়সী বেশকিছু ফুটবলারের সঙ্গে চুক্তি করেছেন বার্সেলোনা। ফিফা তদন্ত করে দেখেছে, অন্তত ১০ জন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে ফিফার আইন লঙ্ঘন করেছে বার্সেলোনা। ফিফার নিয়মানুযায়ী, তিন কারণে ১৮ বছরের কম বয়সী ফুটবলার ক্রয় করা যাবে।
এক. ১৮ বছরের কম বয়সী কোনো খেলোয়াড় যদি ফুটবল সংক্রান্ত কারণ ছাড়াই অভিবাসী হয়ে থাকে তাহলে সেই ফুটবলারের সঙ্গে চুক্তি করা যাবে। দুই. ইউরোপীয় ইউনিয়ন অথবা ইউরোপীয় অর্থনৈতিক জোনের ১৬-১৮ বছরের ফুটবলারকে কেনা যাবে। তিন. খেলোয়াড়ের বাড়ি যদি ক্লাবের ১০০ কিলোমিটারের মধ্যে হয় তবে কিনতে কোনো বাধা নেই।