নতুন আঙ্গিকের উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে দেখা হয়েছিল দল দুটির। বুরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা। এবারও জার্মান ক্লাবটিকে পাত্তাই দিল না কাতালানরা। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। ফলে ২০১৯ সালে পর প্রথমবারের মতো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে দলটি সেমিফাইনালের পথে এগিয়ে গেল। এ পর্যন্ত টানা ২৩ ম্যাচে কাতালানরা অপরাজিত। পাঁচবারের চ্যাম্পিয়নরা ২০১৫ সালে শেষ বার শিরোপা জিতেছিল। বুধবার রাতে একপেশে ম্যাচে জ্বলে উঠলেন বুরুসিয়া ডর্টমুন্ডের সাবেক তারকা রবার্ট লেবানডস্কি। ম্যাচে জোড়া গোল করেছেন পোলিশ এই স্ট্রাইকার। গোলের দেখা পেয়েছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামালও। ২০২৫ সালে স্বপ্নের ফর্মে আছে কোচ হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে নামার আগে ২২ ম্যাচ খেলে জয় পেয়েছিল ১৮টিতে, ড্র ৪টিতে। আগামী মঙ্গলবার ফিরতি লেগের ম্যাচে বড় অঘটন না ঘটলে সেমিফাইনালে ওঠা নিশ্চিত বার্সেলোনার। ঘরের মাঠে ২৫ মিনিটে রাফিনিয়া দলের প্রথম গোল করেন। পরে বুরুসিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা সফল হয়নি। দ্বিতীয়ার্ধে বার্সার আক্রমণের সামনে সব প্রতিরোধ ভেঙে পড়ে ডর্টমুন্ডের। ৪৮ ও ৬৬ মিনিটে গোল করেন ৩৬ বছর বয়সি লেবানডস্কি। চলতি আসরে এখন পর্যন্ত তিনি ১১টি গোল করেছেন। শীর্ষ গোলদাতা রাফিনিয়া। পরে ৭৭ মিনিটে গোল করেন ইয়ামাল। দ্বিতীয় লেগের খেলা বুরুসিয়ার ঘরের মাঠে হলেও ৪ গোলের ব্যবধান মিটিয়ে প্রত্যাবর্তন করা কঠিন হবে জার্মান ক্লাবটির। এদিকে শেষ আটের অন্য ম্যাচে ঘরের মাঠে জয় পেল পিএসজি। অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে প্যারিসের দলটি। যদিও ৩৫ মিনিটের মাথায় গোল করে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন মরগ্যান রজার্স। তবে তিন মিনিটের মধ্যে ফরাসি ক্লাবটিকে সমতায় ফেরান দেসিরে দুয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল ২-১ করেন খিচা কাভারাতস্খেলিয়া। অ্যাস্টন ভিলাকে ম্যাচে ফেরাতে পারেননি মার্কাস র্যাশফোর্ড, মার্কো আসেন্সিওরা। ইনজুরি টাইমে পিএসজির হয়ে তৃতীয় গোল করেন নুনো মেন্ডেস।
দ্বিতীয় লেগের ম্যাচ হবে অ্যাস্টন ভিলার ঘরের মাঠে।