মহান বিজয় দিবস উদযাপন করেছে বিএনপির মালয়েশিয়া ও অঙ্গ সংগঠনসমূহ। কুয়ালালামপুরে অবস্থিত স্টে উইথ বিন্তাং হোটেলের বলরুমে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং পরে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে প্রচার সম্পাদক এস এম বশির আলম ও সহ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশিরের অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।
আলোচনা পর্বে প্রধান অতিথি ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপি থাকতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলেয়ে দিতে দেবে না। আমরা বাংলার জনগণ ম্মিলিত হয়ে বিজয় ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, এই নির্বাচন হতে দেয়া হবে না, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে সংগ্রাম চলছে তা বাস্তবায়ন করে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা হবে, সেই দিনে পূর্বের ন্যায় আমরা আনন্দ ও উৎসবে উদযাপন করব বিজয় দিবস।
আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপি মালয়েশিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন ও কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল ।
এসময় আরও বক্তব্য দেন সহ-সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সদস্য মো. জসিম উদ্দিন, যুবদল সহ-সাধারণ সম্পাদক মো. রমজান আলি, যুবদল দপ্তর সম্পাদক বাদল কারার, যুব নেতা নূরে সিদ্দিকী সুমন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গির হাওলাদার, জাসাস সভাপতি আসাদুজ্জামান মাসুম শেখ, কাজী সোহেল মাহমুদ, হেলাল শিকদার, মোশারফ হোসেন হৃদয়, এম এম মোজাম্মেল হক প্রধান, গোলাম কবির ও ইসমাইল আকন্দ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, তথ্য প্রযুক্তি ও আর্কাইভ বিষয়ক সম্পাদক এম ফরহাদ হোসেন পলাশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন, সহ-অর্থ সম্পাদক এম এ কালাম বিএনপি, যুবদল সহ-সভাপতি মঞ্জু খাঁ, আলি খান জুয়েল, তারেক সালাম, মারুফ এলাহী, আল ইমরান, সাইফুল ইসলাম, সাইদুর রহমান বাবু, আক্তার গাজী, মাহফুজুর রহমান, রব্বানি, নুরুল ইসলাম, রিয়াজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/শফিক