বিজয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে এই মেলার আয়োজন করেছে দুবাই কনস্যুলেট জেনারেল।
দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন অধ্যাপক সৈয়দ ড. মনজুরুল ইসলাম ও প্রধান অতিথি আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর।
বক্তব্যে ড.সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের যখন কোনো বইমেলা হয় তখন প্রথমে আমার ভালো লাগে এই ভেবে যে আমি আমার দেশকে তুলে ধরেছি। দেশের সংস্কৃতিকে যেটি লেখালেখির মাধ্যম অনেক চিন্তাধারায় প্রসারিত হয়। এটিকে বলা হয় এক ধরণের উন্নত চর্চা। সংস্কৃতির ভিতরে আমাদের দেশের জনজীবনের ইতিহাস থাকে। তাই একটি বই পারে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের অলিখিত ইতিহাসকে মানুষের সামনে হাজির করতে। যখন বইয়ে গুরুত্ব পাই তখন এই বইমেলা আমাকে আনন্দ দেই।
আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিদেশের মাটিতে বইমেলা আয়োজন এত সহজ নয়। প্রবাসে খুব বেশি পাঠক থাকে না, কিন্তু এই বইমেলা পাঠক তৈরি করে। এই বইমেলার মাধ্যমে তিনি প্রত্যাশা করেন প্রবাসী বাঙালিরা বইয়ের প্রতি আগ্রহী হবেন।
এসময় রাষ্ট্রদূত বলেন, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে এমন বই মেলার আয়োজন করতে হবে। এই ধরনের আয়োজনকে সফলতার জন্য সবার উপস্থিতি দরকার। আমাদের বুঝতে হবে কোন ধরনের দর্শকদের জন্য আমি এটি করছি। এই মেলাকে সামনের দিকে এগিয়ে নিতে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ প্রতি আহবান জানান তিনি।
মেলায় আশা দর্শনার্থীরা বলেন, এটি শুধু বইমেলা না, এটি সংস্কৃতি মেলা, আনন্দ উৎসব। তরুণদের যুক্ত করার মিলনমেলা। সংস্কৃতিঘনিষ্ট বাঙালিদের এক আবেদনময় উৎসবের নাম 'আরব আমিরাত দুবাইয়ের' বইমেলা'। প্রবাসী বাঙালিদের যুক্ত করাই এর সার্থকতা বলে মনে করেন তারা। মেলার প্রথম দিনে ৪ টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। মেলায় আসতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ