কানাডার ক্যালগেরির কিনকরা সাইমন ভ্যালি চার্চে স্থানীয় সময় সন্ধ্যায় ‘তুমি যে আমার কবিতা’ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অপু’স ক্রিয়েটিভ হাউস আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী উম্মে হাবিবা মিলি ও মিজান রহমান।
সংগীতানুষ্ঠানে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও সত্তা তুলে ধরা হয় হারানো দিনের গানের মধ্যে দিয়ে। সেই সাথে বাঙালির চিরাচরিত আড্ডা আর একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
অপু’স ক্রিয়েটিভ হাউসের স্বত্বাধিকারী ফজলে এলাহি অপু বলেন, প্রথমবারের মতো একটি ব্যতিক্রমী আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছে। ছোট বেলার সেই ৭০/৮০ দশকের সময়ের কিছু গান এখনো আমাদের হৃদয়ে। প্রবাসে থাকলেও আমরা ভুলতে পারিনি আমাদের মা-মাটি-দেশকে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা সময়ের জন্য হলেও আমরা ফিরে গিয়েছিলাম বাংলাদেশে। আপনাদের ভালোবাসা পেলে প্রবাসে এই ধরনের অনুষ্ঠান চালিয়ে যেতে চাই।
বিডি প্রতিদিন/এমআই