সৌদি আরব পূর্বাঞ্চল আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের রিয়াদে স্থানীয় এক্সিট ১৮-এর আল মালিকিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি এম এ জলিল রাজা। সাবেক সহ সভাপতি ও নব-গঠিত কমিটির সভাপতি কামাল পাটোয়ারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য শওকত বিন ইউনুছ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জাহাঙ্গীর আলম। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শেষে রিয়াদ আওয়ামী যুবলীগ সৌদি আরবের পক্ষ থেকে বিদায়ী সভাপতি এম এ জলিল রাজা, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস মজুমদার ও প্রবাসের রাজনীতি থেকে বিদায় নিয়ে দেশে চলে যাওয়ার সিদ্ধান্তে মো. শেখ ফজলুল হককে ক্রেস্ট দেওয়া হয়।
সর্বোপরি মহান বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সৌদি আরব বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি মোস্তাক মন্ডলের নেতৃত্বে শিল্পী গোষ্ঠী চমৎকার বিজয়ের গান গেয়ে নেতাকর্মীদের আনন্দ প্রদানের সুযোগ করে দেন।
সর্বশেষ যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করেন রিয়াদ আওয়ামী পরিষদ সভাপতি এম আর মাহবুব। রিয়াদের রাজনীতিতে দারুণ ভূমিকা রাখা এই সংগঠনটির আগামী তিন বছরের জন্য সভাপতি কামাল পাটোয়ারী, সহ-সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জমান ভূইয়া ইলিয়াছ ও সাংগঠনিক সম্পাদক সিহাব মাহমুদ আতিককে দায়িত্ব দেয়া হয়। পরে এই চারজনকে বসে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই