সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া শনিবার (১০ ডিসেম্বর) তাদের ‘লেডিস ক্লাব বনভোজন-২০২২’ এর আয়োজন করে। স্থানীয় ওয়ারাম্বা ড্যামের পিকনিক স্পটে আয়োজিত এই বনভোজনে দিনব্যাপী নানা আয়োজনের পাশাপাশি ছিল সকাল ও বিকেলের চাসহ দুপুরে মজাদার খাবার।
সকাল ১০ টায় বনভোজন শুরুর প্রথমেই সব সদস্য ও পরিবারবর্গদের ঝালমুড়ি, বিস্কুট ও সকালের চায়ে আপ্যায়িত করা হয়। বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া’ র সভাপতি রাহেলা আরেফিন ও সাধারন সম্পাদক শিরিন আক্তার মুন্নি সবাইকে বিজয়ের শুভেচ্ছা সহ বনভোজনে অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
পিকনিকে আরো আনন্দময় করে তুলতে আগত অতিথিদের নিয়ে নানান খেলাধুলার আয়োজন করা হয়। পুরুষদের অংশ গ্রহণে শুরু হয় চামুচে করে মার্বেল মুখে নিয়ে দৌড় ও বালিশ খেলা। মহিলা সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বালিশ খেলার পর দুপুরের খাবার ও নামাজের বিরতি দেয়া হয়। সম্পূর্ণ বাঙালি মেনুতে পিকনিকের জায়গায় রান্না করা খাবার পরিবেশন করা হয়।
বিকেলে বিনোদনের জন্য ছিল গান বাজনা, কবিতা আবৃতি, ছোটদের অংকন প্রতিযোগিতা সহ নানা ধরণের খেলাধূলার আয়োজন। এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বিকেলের চা পরিবেশনের পর বিকেল ৫ টায় বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়। খাবার রান্না ও সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন কাজী শামসুল আলম, ফারুক আহমেদ ও শাহাজাহান চৌধুরী।
বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার এবারের বনভোজন ছিল শুধুমাত্র সদস্য ও তাদের পরিবারের জন্য। বিভিন্নভাবে এই পিকনিকে সফল করে তুলতে সহযোগিতা করেন ,আবু রেজা আরেফিন, নাইম আব্দুল্লাহ, শাখাওয়াত হোসাইন বাবু ,আসওয়াদ বাবু প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ