বিশ্বকাপ ঘিরে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করছে প্রবাসী বাংলাদেশিরা। এর ধারাবাহিকতায় কাতারে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা ফোর গ্রুপের কর্পোরেট অফিস ও কার ওয়াশ সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি চার্জ দ্য অ্যাফেয়ার্স দূতাবাসের লেবার মিনিস্টার ড.মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ফিতা কেটে সার্ভিস সেন্টার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের বাংলাদেশি স্বত্বাধিকারী ইফরান মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন কাতারি ব্রিগেডিয়ার সুলতান হানজাব আলমি, ফারুক রোমিও, তৌসিফ, মোহাম্মদ রেজি, রুমিনা, আফতাব হোসাইন, আক্তার জামান মামুন, জাকির হোসেন বাবুসহ কমিউনিটির বিশিষ্টজনেরা। বিশ্বকাপে আগত পর্যটকদের গাড়ির সার্ভিস সেবা দ্রুততম সময়ে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠান।
বিডিপ্রতিদিন/কবিরুল