বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে গত ১৭ ডিসেম্বর স্থানীয় বিডি হাবে উদযাপিত হলো মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিরাজুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পি. এস চুন্নু ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ম্যাকুয়ারি ইউনিভার্সিটির ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ড. নিজাম উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুন্ডু, বিশিষ্ট সাংবাদিক ও বাসভূমি টিভির কর্ণধার আকিদুল ইসলাম ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ছাত্রলীগ সভাপতি মো. সফিকুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম বলেন, কলোনিয়াল রাষ্ট্রগুলো একবার স্বাধীন হলে জাতিসংঘের আইনানুযায়ী আর স্বাধীনতার ডাক দিতে পারবে না বা স্বাধীনতা চাইতে পারবে না কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান ) শোষণ থেকে মুক্তির জন্য স্বাধীনতার ডাক দেন। তার ডাকে একটি স্বাধীন পতাকা ও স্বাধীন রাষ্ট্র ‘বাংলাদেশ’ জন্ম লাভ করে। পরবর্তীতে জাতিসংঘ তার নীতির পরিবর্তন করে যা বঙ্গবন্ধু তথা বাংলাদেশের জন্যই সম্ভব হয়েছিল।
সকল বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব , মুক্তিযোদ্ধা তথা মুক্তিকামী বীর বাঙালির একনিষ্ঠতা ও ত্যাগের কথা তুলে ধরেন, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ও তার সুস্বাস্থ্যও কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি, আব্দুল বারেক খান, মোহাম্মদ আলী শিকদার, সাংগঠনিক সম্পাদক মোসলেউর রহমান খুশবো, শাজাহান মিল্টন, আবুল বাশার রিপন, মহিলা বিষয়ক সম্পাদীকা বিলকিস জাহান, সিডনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুস সালাম, স্বেচ্ছাসেবক আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি জাকারিয়া আল মামুন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান রনি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সোনার বাংলা’ গড়ার শপথ পাঠের সাথে একাত্মতা প্রকাশ করে শপথ বাক্য পাঠ করা হয়। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সমস্বরে জাতীয় সংগীত গাওয়াসহ কবিতা আবৃতি করেন সুহৃদ হক সোহান, পৃথিবী ও পূরবী পারমিতা বোস এবং দেশের গান পরিবেশন করেন আয়েশা কলি ও ডাক্তার রিটাসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক