কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দূতাবাসে জাতীয় সংগীতের সঙ্গে কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জাতির পিতাসহ মুক্তিযুদ্ধে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। দূতাবাসের মালটিপারপাস হলে জিহন ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা সম্প্রচার এবং বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব ইকবাল আক্তার ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদসহ অসংখ্য কমিউনিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই