স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল ইন্টার কন্টিনেন্টালের বলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের সব শহিদ এবং জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগের সদস্য মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক আলহাজ্ব কামরুজ্জামান কামাল। এসময় আরও উপস্থিত ছিলেন দাতো আকতার হোসেন, মনিরুজ্জামান মনির, এ কামাল চৌধুরী, তাজকির আহমেদ, নাজমুল ইসলাম বাবুল, বিএম বাবুল হাসান, নূর মোহাম্মদ ভূঁইয়া, মোহা. আকতার, বাবলা মজুমদার, আব্দুল বাতেন, সাইফুল ইসলাম সিরাজ, জহিরুল ইসলাম জহির, মাসুদুল ইসলাম রনিসহ মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহির্বিশ্বে অপপ্রচারকারী বিএনপি ও জামাতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল