সবচেয়ে বেশি ভাষা-ভাষীর সিটি নিউইয়র্কের কুইন্স বরো হলের সামনে বাংলাদেশের পতাকা উড়িয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তি উদযাপন করলেন এই সিটি ও স্টেটের নির্বাচিত প্রতিনিধিরা। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিপুলসংখ্যক প্রবাসীর করতালির মধ্যে পতাকা উত্তোলন কর্মসূচির সময় বরো প্রেসিডেন্ট ডনাভন রিচার্ড বলেন, সামনের বছর থেকে বিজয় দিবসে এই বরো হলের সামনে লাল-সবুজের পতাকা যাতে উড়ানো যায় সে পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় সেখানে ছিলেন স্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার, জেসিকা র্যামোজ, ডেভিড ওয়েপ্রিন, রন কিম, নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট জুমানি উইলিয়াম, কুইন্স সিভিল কোর্টের জজ (নির্বাচিত) অ্যাটর্নি সোমা সাঈদ, এলিসিয়া হারম্যান প্রমুখ। এ সময় বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী।
উল্লেখ্য, এই কর্মসূচির আয়োজন করেছিলেন ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক মাজেদা এ উদ্দিন, ফাহাদ সোলায়মান, মোহাম্মদ আলী প্রমুখ। কর্মসূচির সমন্বয় করেন কমিউনিটি এ্যাক্টিভিস্ট মাজেদা এ উদ্দিন। তিনি জানান, ইতিমধ্যেই আমরা সিটি মেয়র ও বরো প্রেসিডেন্ট সমীপে আবেদন জানিয়েছে সামনের বছর থেকে ঘটা করে বিজয় দিবস উদযাপনের বিধি করার জন্যে। সে আবেদনের সমর্থনে জনমত সৃষ্টির ক্ষেত্রে এটি ছিল আমাদের প্রাথমিক পদক্ষেপ।
বিডি প্রতিদিন/হিমেল