স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস উপলক্ষে সিঙ্গাপুর বিজনেস চেম্বারের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুরে মোস্তফা প্লাজায় একটি রেস্টুরেন্টে স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় বাংলাদেশ বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুরের আয়োজনে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান।
সিঙ্গাপুর বিজনেস চেম্বারের সভাপতি প্রফেসর ড. এম এ রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর আতাউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের কাউন্সিল তাজুল ইসলাম। বিজয় দিবসের অনুষ্ঠানে বিজনেস চেম্বার সভাপতি প্রফেসর ড. এম এ রহীমের নির্দশনায় এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির হাসান এবং আমান উল্লা আমান, আসাদ মামুন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা খোরশেদ আলম, বাংলাদেশ বিজনেস চেম্বারের সাবেক সভাপতি মির্জা গোলাম সবুর, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম এবং বিজনেস চেম্বারের এবং এস বি এস এর অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিজয় দিবসের গুরুত্ব এবং যাদের আত্মত্যাগে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠান শেষ সকলের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ