বেলজিয়াম বিএনপির সাবেক সভাপতি আহাম্মেদ সাজার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলজিয়াম বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান লিটন ও ইকবাল হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। শুরুতে মরহুম আহাম্মেদ সাজাকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বেলজিয়াম বিএনপির প্রধান উপদেষ্টা ছানোয়ার আলী ছিদ্দীক, সহসভাপতি সামসু মিয়া, প্রয়াত সাবেক সভাপতি আহম্মেদ সাজার ছোট ভাই লন্ডন প্রবাসী সুজাত আহাম্মেদ ও সহসভাপতি আবু বক্কর ।
বক্তারা বেলজিয়াম শাখা বিএনপির দায়িত্ব পালনকালে আহাম্মেদ সাজার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন বেলজিয়াম বিএনপির সহসভাপতি সৈয়দ আক্কাস, সহসভাপতি লৎফর, সিনিয়র নেতা মিয়া তসু ,হাবিবুল হাসন সোহাগ, আশীক আহাম্মেদ বাপ্পী, হারুনুর রসিদ, হারুন মিয়া, কামাল হোসেন পাটোয়ারী, কাজী টিপু সুলতান, কাজী বাবু, মোস্তফা মোহাম্মদ (বাবু), সাইফউদ্দিন ইরান, মাকসুদুল হাসান মম, জসিম উদ্দীন, রাসেল খান, জহির সরদার, মোহাম্মদ হান্নান, মহিলা সম্পাদিকা ছালমা পলি ও লিমা আক্তারসহ আরো অনেকে। শেষে আহাম্মেদ সাজার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এএ