নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসারদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’র (বাপা) ২০২২-২৩ মেয়াদের কার্যকরী কমিটির প্রেসিডেন্ট হয়েছেন ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং লেফটেন্যান্ট এ কে এম আলম (প্রিন্স) সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
বাপা’র মিডিয়া লিয়াজোঁ সম্পর্কিত কর্মকর্তা ডিটেকটিভ জামিল সারোয়ার জানান, নির্বাচনে কোন পদেই একাধিক প্রার্থী মনোনয়ন না চাওয়ায় ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট শামসুল হক বিজয়ীদের নাম ঘোষণা করেন। কমিশনের ডেপুটি চেয়ারম্যান লেফটেন্যান্ট সাজেদুর রহমান এবং সার্জেন্ট মোহাম্মদ খান এ সময় সেখানে ছিলেন।
নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন : প্রথম ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট এ কে এম আলম (প্রিন্স), কোষাধ্যক্ষ রাসেক মালিক, সহ-কোষাধ্যক্ষ মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর সরদার মামুন, সার্জেন্ট-অ্যাট-আর্মস সোনিয়া বড়ুয়া, মিডিয়া লিয়াজোঁ ডিটেক্টিভ জামিল সারোয়ার, কমিউনিটি লিয়াজোঁ মাহবুবুর জুয়েল, করেসপন্ডিং সেক্রেটারি ট্রাফিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ।
২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিকে নানাভাবে সহযোগিতা করে আসছে বাপা। এছাড়া এনওয়াইপিডিতে অফিসার ও ট্রাফিক এজেন্ট পদে নিয়োগেও বাংলাদেশি নতুন প্রজন্মকে উৎসাহ জোগাচ্ছেন সংগঠনটির কর্মকর্তারা। ফলে নিউইয়র্ক পুলিশে এখন বাংলাদেশিদের জয়-জয়কার। কমান্ডিং অফিসারসহ নিউইয়র্ক পুলিশের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি আমেরিকানরা।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন