সিঙ্গাপুরে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ৩১ বছর বয়সী এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বেডক রিজার্ভ পার্কের একনির্মাণাধীন ভবনে গত শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, একটি টাওয়ার ক্রেন দিয়ে স্টিলবার উপরে তোলা হচ্ছিল। তখন হঠাৎ বারগুলো পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
সেদেশের পুলিশ জানায়, চিন লি কনস্ট্রাকশনের নিয়োগকৃত ওই বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করে চাঙ্গি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তিনি সেখানে মারা যান।
পুলিশ ও জনশক্তি মন্ত্রণালয় ঘটনার তদন্ত করছে। জনশক্তি মন্ত্রণালয় সেখানে সব উত্তোলন কার্যক্রম বন্ধ করতে বলেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ