ব্রাসেল্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আজ বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশ কমিউনিটির আইসিটি ও প্রযুক্তি খাতে কর্মরত তরুণ পেশাজীবীদের অংশগ্রহণে পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ভার্চুয়ালি উদযাপন করে।
আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে প্রবাসীরা কিভাবে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে- এ নিয়ে খোলামেলা আলোচনা হয়।
রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ আমন্ত্রিত অতিথিদের জানান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সহ বাংলাদেশে বেশ কিছু তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান ও এসোসিয়েশনসমূহ সুনামের সাথে কাজ করে যাচ্ছে এবং বিগত কয়েক বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অর্থবহ ভূমিকা রেখে চলেছে। এ সকল প্রতিষ্ঠানের সঙ্গে বেলজিয়াম ও লুক্সেমবার্গ- এ কর্মরত তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞদের সংযোগ স্থাপনের উপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বাংলাদেশ দূতাবাস এক্ষেত্রে সেতুবন্ধন তৈরিতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে। রাষ্ট্রদূত সালেহ ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর রূপকার প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ-এর আহবানের কথা উল্লেখ করে সরকারের চলমান ডিজিটাল বাংলাদেশ এবং চতুর্থ শিল্প বিল্পবের কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার জন্য প্রবাসী তথ্য-প্রযুক্তি বিষয়ক পেশাজীবীদের আহবান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ ও পেশাজীবীরা বলেন, বাংলাদেশের আইসিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে আরো কার্যকর যোগাযোগের মাধ্যমে তাঁরা সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চান। বক্তারা বেলজিয়াম ও লুক্সেমবার্গ- এ কর্মরত বাংলাদেশী আইসিটি পেশাজীবীদের নিয়ে একটি প্লাটফর্ম গঠন, ভার্চুয়াল আইসিটি মেলা আয়োজন, নিজেদের মধ্যে যোগাযোগকে আরো সংহতকরণ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে প্রস্তাব রাখেন।
এছাড়া, দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আমন্ত্রিত অভিবাসী তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ ও পেশাজীবীদের নিকট তুলে ধরেন।
কোভিড-১৯ সংক্রান্ত স্থানীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানটি ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন