কুয়েতে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও কমিউনিটির সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট এসোশিয়েশন আয়োজন করেছে মুজিব শতবর্ষ বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
কুয়েত প্রবাসী বাংলাদেশিদের ২৪টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের সেমিফাইনাল শেষ হয় গত শুক্রবার। আগামী ১৭ ডিসেম্বর আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলার জাঁকজমকপূর্ণ ভাবে পালনের প্রস্তুতি চলছে।
সেমিফাইনাল চলাকালে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত এর সভাপতি লুৎফর রহমান মুখাই আলী, ডাইমন্ড ইন্টারনেশনাল গ্রুপের এমডি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী সহ বিপুল সংখ্যক প্রবাসী। এসময় তাদের ফাইনাল খেলার প্রস্তুতি সম্পর্কে অবগত করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আকাশ আহমেদ মিলন এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ