কুয়েতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মুজিব শতবর্ষ বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল।
গত শুক্রবার আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল অনুষ্ঠিত হবে।
ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন জানান, তারা যথাসাধ্য চেষ্টা করছেন এই টুর্নামেন্টকে সফল করতে। ফাইনাল খেলাও ঝাঁকঝমক ভাবে উদযাপন করার আশা ব্যক্ত করেন তিনি।
কোয়ার্টার ফাইনালে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন