বাউল গানের আসর বসলো কুয়েতে। এতে বাউল শিল্পী দ্বীন ইসলামের আয়োজনে অন্যান্য শিল্পীদের নানা মন মাতানো গান অসংখ্য প্রবাসী উপভোগ করেন।
দেশটির হিজিল অঞ্চলে অনুষ্ঠিত এই বাউল সন্ধ্যায় সুপরিচিত কুয়েত প্রবাসী কণ্ঠশিল্পী কেয়া, আরিফ সরকার, সাইফুল, পপি, মিনা, সুলতান, বংশি বাদক রাকিব, তবলা বাদক কামালসহ অনেকে মঞ্চ মাতান।
নতুন প্রজন্মকে নিজের সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটাতেই এ আয়োজন বলেন আয়োজক বাউল শিল্পী দ্বীন ইসলাম ও সংগঠক জামাল উদ্দিন।
অনুষ্ঠনে অতিথী ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ.হ জুবেদ, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত-এর সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন, কবি নাসরিন আকতার মৌসুমী, সংগঠক জামাল উদ্দিন, আবদুর রহমান ও মহসিনসহ অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক