কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম চালান সিঙ্গাপুরে এসে পৌঁছেছে। এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে সিঙ্গাপুর পেলো ভ্যাকসিনের প্রথম চালান।
ফিজার থেকে এশিয়া পৌঁছানো প্রথম এই ভ্যাকসিনের চালানটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের (এসআইএ) বোয়িং 747-400 ফ্রেইটার এসকিউ 7979 বিমান বহন করে।
বিমানটি রবিবার বেলজিয়ামের ব্রাসেলস থেকে ছেড়েছিল এবং সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করে।
এসআইএ জানিয়েছে, ব্রাসেলসে বিমান চালানোর পাশাপাশি সিঙ্গাপুরে আনডোলিংয়ের সময় চালানটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।
যারা এই ভ্যাকসিনের আগমন উপলক্ষে বিমানবন্দরে এসেছিলেন, তাদের মধ্যে পরিবহন মন্ত্রী ওং ইয়ে কুং, সিঙ্গাপুরের সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক মিঃ কেভিন শাম এবং চাঙ্গি বিমানবন্দর গ্রুপ ও এসআইএর প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুর এই ভ্যাকসিন গ্রহণকারী প্রথম দেশগুলির মধ্যে একটি। এই ভ্যাকসিনগুলি বর্তমানে সিঙ্গাপুরিয়ান এবং দীর্ঘমেয়াদী বাসিন্দাদের বিনামূল্যে এবং স্বেচ্ছাসেবীর ভিত্তিতে দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন