বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। ১৯ ডিসেম্বর আয়োজিত ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। সভায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ নিয়ে নির্মিত ‘মুক্তি-বার্থ অব এ নেশন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। কবিতা পাঠ করেন ডা. মোহাম্মদ আলী মানিক।
সভা উপস্থিত ছিলেন শহীদ সন্তান সাংবাদিক ফাহিম রেজা নূর (নিউইয়র্ক), বিজ্ঞানী ড. আশরাফ আহমেদ (ওয়াশিংটন ডিসি), বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, মূলধারার রাজনীতিক মোরশেদ আলম (নিউইয়র্ক), কলামিস্ট শীতাংশু গুহ (নিউইয়র্ক), যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা এম এ সালাম (নিউজার্সি), সহ-সভাপতি আব্দুর রহিম বাদশা (নিউইয়র্ক) ও সাংগঠনিক সম্পাদক দস্তগির জাহাঙ্গীর (ওয়াশিংটন ডিসি), বঙ্গবন্ধু পরিষদ জর্জিয়া শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভুঁইয়া, ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক রানা মাহমুদ প্রমুখ।
সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী। সভাটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।
বিডি প্রতিদিন/ফারজানা