পূর্ব ঘোষণা অনুযায়ী ১৪টি স্টেটে শনিবারের মধ্যে ভ্যাকসিন পৌঁছাতে সক্ষম না হওয়ায় দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেছেন ‘অপারেশন ওয়ার্প স্পিড’র প্রধান জেনারেল গুস্টেভ এফ. পার্না। দ্রুততম সময়ে ভ্যাকসিন পৌঁছে দেয়ার পরিকল্পনা বাস্তবায়নের অভিপ্রায়ে ট্রাম্প প্রশাসন এই সংস্থা তৈরি করেছে।
গুস্টেভ এফ. পার্না বলেছেন, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন বিভিন্ন স্থানে পৌঁছে দেয়ার অভিপ্রায়ে যে রোডম্যাপ করা হয়েছে সেখানেই জটিলতা সৃষ্টি হয় এবং এজন্যে পরিকল্পনামাফিক অন্তত ১৪টি স্টেটে টিকা পৌঁছেনি। এমন ত্রুটিপূর্ণ পরিকল্পনার দায় আমি নিচ্ছি এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।
উল্লেখ্য, ওরেগন, আইওয়া, ওয়াশিংটন, ম্যাসেচুসেটস, উইসকনসিন, ভারমন্ট, মিনেসোটা, নেভাদা, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, মিশিগান, আইডাহো, ভার্জিনিয়া এবং নিউজার্সির কর্মকর্তারা অভিযোগ করেছেন, ভ্যাকসিন বিতরণের প্রথম সপ্তাহে যে পরিমাণের টিকা তারা পেয়েছেন, পরের সপ্তাহে তার চেয়ে অনেক কম পাবেন বলে জেনেছেন। অথচ চাহিদা বাড়ছে প্রতিনিয়ত।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার এক লাখ ২৮ হাজার আমেরিকানকে টিকা দেয়া হয়েছে। আর এ সংখ্যা হচ্ছে সংক্রমিত হবার তুলনায় অর্ধেকের সামান্য বেশি। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। শনিবার রাত ৯টা পর্যন্ত মারা গেছে ৩ লাখের বেশি মানুষ।
বিডি প্রতিদিন/ফারজানা