উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪৯তম বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুরুতেই উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য স্থাপন করেন।
অনুষ্ঠানে উজবেকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মানিশ প্রভাত, কাউন্সিলর শিপ্রা ঘোষ, উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও আফ্রিকা বিভাগের প্রধান বাহারাম শারিফতসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি, বিশিষ্ট উজবেক নাগরিক, তাশখন্দের ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান এবং উজবেকিস্তানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সপরিবারে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বঙ্গবন্ধুর ছবির উপরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়াও দেশি-বিদেশি শিল্পীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয় দিবসের এই আয়োজনে খেলাধুলা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ রাষ্ট্রদূতের স্ত্রী উম্মুল ফাতেমা। অনুষ্ঠানের শেষে বিজয় দিবসের কেক কাটা হয় এবং অতিথিদের আপ্যায়ন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন