যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে ভার্চুয়ালি বিজয় দিবস উদযাপন করেছে কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
বিজয় দিবসে দিনের শুরুতে বাংলাদেশ হাউজে হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার চিরঞ্জীব সরকার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন। এসময় জাতীয় সংগীত বাজানো হয়। এ সময় হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এরপর বিজয় দিবসের দিন বিকেলে কানাডার ১০টি প্রদেশ ও তিনটি টেরিটরির বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিশনের কাউন্সেলর মো. সাখাওয়াৎ হাসেনের সঞ্চালনায় সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনান যথাক্রমে মিয়া মো. মাইনুল কবির, দেওয়ান হোসেন আইয়ুব, মো. শাকিল, অপর্ণা রানী পাল।
সভায় স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার চিরঞ্জীব সরকার। এসময় তিনি বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার অবদান তুলে ধরেন।
সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুর রহমান প্রিন্স, আহসান হাবীব, গোলাম কিবরিয়া , ওমর সেলিম, কবির চৌধুরী, বাহাউদ্দিন শিশির, ড. নুরুল হক, মমতা দত্ত, রিয়াজুল হক, লিটন মাসুদ, ফাইজুল করিম প্রমুখ।
এছাড়াও এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন নবনিযুক্ত হাইকমিশনার ড. খলিলুর রহমান।
বিডি প্রতিদিন/আবু জাফর