করোনা স্বাস্থ্যবিধি মেনে ভিয়েতনামের হ্যানয় বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিডিও ম্যাসেজ, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, দূতাবাসে 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন, আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ বুধবার সকালে জাতীয় সংগীত সহকারে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। দূতাবাসের কর্মকতা-কর্মচারীরা সপরিবারে, ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং বিজয় দিবসের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রদূত মিস সামিনা নাজ, বিশেষ অতিথি ডিপ্লোমেটিক কোরের ডিন, ফিলিস্তিনের রাষ্ট্রদূত, ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্ত কর্মকতা ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের নিয়ে দূতাবাসে ”বঙ্গবন্ধু কর্নার”-এর শুভ উদ্বোধন করেন।
পরে বাংলাদেশ দূতাবাস-এর কনফারেন্স রুমে বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান ও মধ্যাহু ভোজের আয়োজন করা হয়। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ডিপ্লোমেটিক কোরের ডীন ও প্যালেষ্টাইনের রাষ্ট্রদূত জনাব সাদি সালামা ও জনাব ভু ভান মিন ডেপুটি ডাইরেক্টর জেনারেল, ভিয়েতনাম পররাষ্ট্র মন্তণালয় এবং, প্রবাসী বাংলাদেশীগন, ভারত, শ্রীলংকার রাষ্ট্রদূতসহ ভিয়েতনামের ডিপ্লোমেটিক কোরের সদস্যবৃন্দ, ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়েরর উচ্চ-পদস্থ কর্মকর্তা, ভিয়েতনাম টিভি চ্যানেলের প্রতিনিধি ও অন্যান্য মিডিয়া, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতে বাংলাদেশের ইতিহাসে এ দিবসের তাৎপর্য এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নের্তৃত্বের কথা তিনি স্মরণ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ