সুদানের দারফুরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি এলফেশার সুপার ক্যাম্প প্রদিক্ষণ করে।
এল্ফেশার সুপার ক্যাম্পে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপারেসনস অফিসার মাসুক মিয়া বাংলাদেশ প্রতিদিনকে জানান, আমাদের এই ক্যাম্পে কোনো স্মৃতিসৌধ ছিল না। কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল হালিমের নির্দেশে আমাদের কর্মীরা একটি স্মৃতি সৌধ নির্মাণ করেছে।
তিনি বলেন, প্রবাসে আমরা বাংলাদেশের বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার মাধ্যমে দেশের গৌরবময় ইতিহাস বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইতিপূর্বে আমরা মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছি।
বিডি প্রতিদিন/আল আমীন