বাহরাইনে আসিফ আহমেদকে সভাপতি এবং সবুজ মিলনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কালচারাল এন্ড সোশ্যাল সোসাইটির কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বাহরাইন সরকারকর্তৃক অনুমোদিত প্রবাসী বাংলাদেশিদের এই সামাজিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা সাফকাত আনোয়ারের পক্ষে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির (২০২০-২০২১) নাম ঘোষণা করেন বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি ফুয়াদ তাহের শান্তুনু।
নতুন কমিটির বাকি নির্বাচিত সদস্যরা হলেন, সহ সভাপতি মাজহারুল হক নয়ন, সহ সাধারণ সম্পাদক কাউসার আলম, অর্থবিষয়ক সম্পাদক সৈয়দ সাজ্জাদুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, ক্রীড়া সম্পাদক আইনুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মোহন মিয়া মোমেন, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন, সদস্য সচিব আলতাফ মাহমুদ আকবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম গালিব এবং বিনোদন বিষয়ক সম্পাদক জহিরুল করিম।
সাধারণ সভায় সংগঠনের ২০১৮-১৯ অর্থ বছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন পড়ে শোনান বিগত কমিটির অর্থবিষয়ক সম্পাদক মাজহারুল হক নয়ন।
অনুষ্ঠানে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ তৌহিদুল ইসলামসহ গণমান্য প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল