১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। একাত্তরের এদিনে বাঙালিরা বিজয় পতাকা উড়িয়েছে মুক্তির আস্বাদে। করোনা পরিস্থিতির কারণে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত প্রতিটি সিটিতেই প্রবাসীরা ভার্চুয়ালে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ইলিনয়, টেক্সাস, পেনসিলভেনিয়া, ম্যাসাচুসেট্স, কানেকটিকাট, নিউজার্সি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া থেকে জানা গেছে, বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ভার্চুয়ালে বিজয়-সমাবেশ হবে ১৬ ডিসেম্বর সন্ধ্যায়। করোনা আতঙ্কে কেউই ঘটা করে কোন কর্মসূচি নেননি। নিউইয়র্ক সিটির ডজনখানেক সংগঠনের পক্ষ থেকে বিজয়-সমাবেশের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সবগুলোই ভার্চুয়ালে হবে।
কারণ, কেউই স্বাস্থ্যবিধি লংঘন করে মহামারির শিকার হতে আগ্রহী নন। একই আতঙ্কে মুজিববর্ষ উপলক্ষে অর্ধ শতাধিক কর্মসূচির একটিও অনুষ্ঠিত হতে পারেনি যুক্তরাষ্ট্রে। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে এ যাবত পৌণে তিন শতাধিক প্রবাসী মারা গেছেন। এর সিংহভাগই নিউইয়র্ক অঞ্চলের।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ১৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশের সাথে সময় মিলিয়ে) ভার্চুয়ালে বিজয়-সমাবেশ হবে বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি সুব্রত তালুকদার। সংগঠনের সকল নেতা-কর্মী এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতদের অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।
১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত-সমাবেশ করবে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’৭১, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সংশ্লিষ্ট সকলকে এই ভার্চুয়াল সমাবেশে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন