কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে লন্ডনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য ছাত্রলীগ সভাপতি তামিম আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটার সময় লন্ডনস্থ আলতাব আলী পার্কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত হোসেন জয়ের পরিচালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য নুরুল আমিন লিপু।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরকারীরা দেশ ও জাতির দুশমন।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে একটি অসাম্প্রদায়িক দেশ। কিন্তু এখানে স্বার্থান্বেষী কিছু মৌলবাদ দেশের উন্নয়নকে সহ্য করতে পারে না। তাই তারা বিভিন্ন অজুহাতে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কাজেই বিরোধীতা করে। এসব মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন