বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে অস্ট্রেলিয়া যুবলীগের নেতৃবৃন্দ।
সোমবার সিডনির বাঙালি পাড়াখ্যাত লাকেম্বায় অনুষ্ঠিত কর্মসূচি থেকে বাংলাদেশে মৌলবাদী ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন তারা।
যুবলীগের আয়োজনে এই কর্মসূচিতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধুর যে কোনো ইমেজে আঘাত মানে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত। ৭১ এর পরাজিত শক্তির সাথে এক শ্রেণির ধর্মান্ধ যুক্ত হয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশে রূপান্তরের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
তারা আরও বলেন, বাংলাদেশে এই ঘৃণ্য কাজ করে কেউ রেহাই পাবেনা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা। এসময় তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে ধর্মভিক্তিক রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীম, লেখক সাহিত্যিক শাখাওয়াত নয়ন, রাজনীতিবিদ শফিকুর রহমান। দেশাত্ববোধক গান গেয়ে শোনান জনপ্রিয় কন্ঠশিল্পী শামা।
পরে লাকেম্বায় একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন বিক্ষোভকারীরা। এতে অংশ নেন নেহাল নেয়ামুল বারী, এমদাদ হক, নির্মল্য তালুকদার, আনীলা পারভীন, ইশহাক হাফিজ, অপু সাহা, প্রীতম দাশগুপ্ত, ফজলুল মিরাজ, খালেদ হোসেইন, মহীউদ্দিন কাদির, আলী আশরাফ হিমেল, শাহ নেওয়াজ আলোসহ আরও অনেকেই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন