বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন শ্রমিক লীগ রিয়াদ মহানগর শাখা।
বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কাজী কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ (আওয়ামী লীগ) এর ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মহিউদ্দিন।
শ্রমিক লীগ রিয়াদ মহানগর সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মুন্সি, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, রিয়াদ যুবলীগের সভাপতি আব্দুল জলিল রাজা, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শওকত উসমান চৌধুরী, আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বাবলু, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি সৈয়দ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের সহ-সভাপতি শহীদ উল্যাহ ভুঁইয়া, ইছা উল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বশির, কাজী নাজিবুল মোবারক, শহীদুল ইসলাম মাদবর, সাইফুর রহমান নিটুল, সাংগঠনিক সম্পাদক শহীদ মুন্সি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম পলাশ, রিয়াদ মহানগর সভাপতি এটিএম জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।
রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নন্দলাল সরকার, সহ-সভাপতি ফজল করিম, সাধারণ সম্পাদক আরকান শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ মাদবর, নিখিল দাস, সাংগঠনিক সম্পাদক এম মফিজুর রহমান, রিয়াদ মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি এনামুল হক মাদবর, বাদল হাওলাদার, বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান, এমদাদুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুন্সী, দপ্তর সম্পাদক কাজী হাসান, প্রচার সম্পাদক জালাল খান, সহ-প্রচার সম্পাদক মিলন হাওলাদার, ক্রীড়া সম্পাদক সোহেল শিকদার, মুন্না, গোলাম মোস্তফা, সুমন শিকদার, লিটন মোল্লা, নজরুল হাওলাদার, রাকিব হাওলাদারসহ ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ, যুবলীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য পরিবেশন করেন সুমাইয়া তারা অথৈ, মামিতা ইসলাম ও নাসরা কিরণ। গান পরিবেশন করেন জামসেদ রানা, ইউসুফ, রফিক মন্ডল, জাবেদ খান, আপনসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন