বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েতেও উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। আনন্দ-উৎসব এবং বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দিনটি পালন করে দেশটিতে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের জনগণ।
কুয়েতে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় গির্জা রয়েছে বেশ কয়েকটি। গির্জাগুলো কুয়েত সিটি, আহমদি, মানগাফ, সালমিয়া ও জিলিব সোয়েখ এর বিভিন্ন স্থানে অবস্থিত। বড়দিনে কুয়েত সিটির মালিয়ায় অবস্থিত হলি ফ্যামিলি ক্যাথেড্রাল গির্জায় লোকজনের উপস্থিতি ছিল লক্ষণীয়।
ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ছাড়াও বিভিন্ন দেশের সাথে বাংলাদেশি খ্রিস্টান প্রবাসীরাও যথাযোগ্য মর্যাদায় পালন করেছে এ দিনটি।
বিডি প্রতিদিন/এ মজুমদার